ঢাকায় মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির রিস্তার (২৮) খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ জিডি করেছেন তাঁর মা।
আজ সোমবার সকালে ডিএমপির তুরাগ থানায় জিডিটি করা হয়। তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শাহ একরামুল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই জানান, মেট্রোরেলের প্রকৌশলী শাহরিয়ার কবির রিস্তার নিখোঁজের ঘটনায় তাঁর মা সকালে একটি জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, রোববার বিকেলে রিস্তার ডিউটি শেষ করে মোবাইল, ল্যাপটপ রেখে অফিস থেকে বের হন। এরপর তিনি বাসায় ফেরেনি। তাঁর খোঁজও পাওয়া যাচ্ছে না।
অপরদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসে ডিউটি শেষ করে বের হওয়ার পর থেকে প্রকৌশলী শাহরিয়ার কবির রিস্তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’