হোম > সারা দেশ > গাজীপুর

এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

এই বুথেই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

ধর্ষণের শিকার কিশোরী (১৪) নেত্রকোনা জেলার বাসিন্দা। সে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে।

অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) এমসি বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থেকে তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল তাঁর মেয়ে। পরে কারখানার গেটের পাশে থাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে যান মেয়েকে। সেখানে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীর বাবা একটি ধর্ষণ মামলা করেছেন। ঘটনার পরই অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ খুব দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করবে।’

নরসিংদীতে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিডিআর হত্যার তদন্ত প্রতিবেদনে আইজিপি বাহারুলের নাম, অপসারণের দাবিতে শাহবাগে পিন্টু সমর্থকেরা

কালীগঞ্জে ৪ করাতকলের মালিককে জরিমানা

মেজর জিয়াউলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৭ দাবি

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী

‘শান্তিচুক্তি’ ভেঙে ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে মেট্রোরেল কর্মীরা

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে যান একজন, গৃহকর্মী বলে সন্দেহ

মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার