হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকার একটি বাসায় এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম হোসনে আরা মীম (১৭)। পরিবারের দাবি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

মীমের পরিবারের সদস্যরা জানান, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডা আনন্দনগরের বাসায় গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। দেখতে পেয়ে পরিবারের লোকজন মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বাড্ডা থানা–পুলিশ খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে। বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

হাসপাতালে নিহত শিক্ষার্থীর খালু মো. বকুল মিয়া জানান, বাড্ডা দক্ষিণ আনন্দনগরে তাঁদের নিজেদের বাসা। মীমের বাবা মো. জালাল হোসেন নিরাপত্তাকর্মী। মা শান্তি বেগম স্থানীয় একটি স্কুলে আয়ার কাজ করেন। পরিবারের সঙ্গে তিনতলা বাসার তৃতীয় তলায় থাকত মীম। বাড্ডার রাজধানী আইডিয়াল স্কুল থেকে এবার এসএসসি পাশ করে মীম। দুই ভাই দুই বোনের মধ্যে মীম ছিল বড়। 

তিনি আরও জানান, মীম সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভর্তির ইচ্ছা প্রকাশ করে। কিন্তু মীমের বাবা তাকে ইম্পেরিয়াল কলেজে ভর্তি হতে বলে। এ বিষয় নিয়ে বাবার সঙ্গে মনমানিল্য হয় মীমের। এই কারণে মীম তার বাবার সঙ্গে অভিমান করে বাসায় ফ্যানে ওড়না বেঁধে গলায় ফাঁস দেয়। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে বিস্তারিত এখনো জানতে পারিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’