হোম > সারা দেশ > ঢাকা

কারাগারে বন্দী যুদ্ধাপরাধ মামলার আসামির হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা ময়মনসিংহের ফুলপুরের গিয়াস উদ্দিন খান অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার সুভাষ কুমার ঘোষ।

৮০ বছরের বেশি বয়স হওয়ায় গিয়াস উদ্দিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২১ তারিখ থেকে তাঁকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল এমনটা জানিয়ে সুভাষ কুমার ঘোষ বলেন, ‘সোমবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৯ সালে গ্রেপ্তারের পর থেকে গিয়াস উদ্দিন কারাগারে ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা বিচারাধীন।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকালে অসুস্থ এক হাজতিকে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বেলা ১১টার দিকে মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তার মরদেহ পরিবারের পক্ষ থেকে কেউ গ্রহণ করেছে কী না বলতে পারছি না।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু