কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে সাবেক মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম।
আজ রোববার বিকেলে আজকের পত্রিকায় পাঠানো এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন সৈয়দ সাফায়েতুল। তিনি বাদলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে সৈয়দ সাফায়েতুল বলেন, ‘বাদল রহমানের মৃত্যুতে আমি গভীর শোকাহত। তিনি ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানাই।’
আজ রোববার সকালে জেলা শহরের কানিকাটা এলাকার ব্যাপারী বাড়ির পুকুর থেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।