হোম > সারা দেশ > ঢাকা

উত্তরা বিডিআর কাঁচা বাজারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার বিডিআর কাঁচাবাজারকে ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে উত্তরার আজমপুরের ৬ নম্বর সেক্টরের বিডিআর কাঁচাবাজারে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন। 

এ সময় মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষকে সতর্কতামূলক দিক নির্দেশনা ও হুঁশিয়ারি দেন তিনি। এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিদর্শক দোলনসহ অন্যান্য কর্মকর্তারাও। 

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার বিডিআর কাঁচাবাজারের সমবায় বাজারে আমরা উত্তরা ফায়ার সার্ভিসের একটি টিম পরিদর্শন করেছি। এই বাজারে অগ্নি নির্বাপণ কোনো ব্যবস্থাই নেই। এই মার্কেটটি পুরোই ঝুঁকিপূর্ণ।’ 

তিনি বলেন, বাজারে ছোট খাটো ঝুপড়ি দোকানপাট রয়েছে। যদি এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে মুহূর্তের মধ্যেই পুরোটা পুড়ে ছাই হয়ে যাবে। যার কারণে মার্কেট কর্তৃপক্ষকে আমরা সতর্ক করেছি। সেই সঙ্গে মার্কেটের সভাপতিকে পরিদর্শন রিপোর্ট দিয়েছি। সেই সঙ্গে এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে ঘোষণা করেছি। যতক্ষণ পর্যন্ত এ মার্কেটে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত ঝুঁকিপূর্ণ থাকবে।’ 

বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের পরবর্তী ব্যবস্থা প্রসঙ্গে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি মার্কেটে সতর্কতা মূলক চিঠি দেওয়া হয়েছে। সেই সঙ্গে মার্কেটের সবাইকে সতর্ক করা হয়েছে। এ ছাড়াও অগ্নি নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার, তারা সব ব্যবস্থা করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে।’ 

তিনি বলেন, ‘বিডিআর কাঁচাবাজার ও বিজিবি মার্কেটে রিজার্ভ পানির ট্যাংকের ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা, বাজারে মহড়া করার ব্যবস্থাসহ সার্বিক নির্দেশনা রয়েছে।’ 

কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার কারণ জানতে চাইলে আজমপুর উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা-বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আব্দুল খালেক সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিস যেসব সমস্যার কথা বলে গেছেন। আমরা আজ বাস্তবায়ন করার চেষ্টা করব।’ 

 ২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রত্যয়ন পত্র নবায়ন করা হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে সমবায় সমিতির সভাপতি খালেক বলেন, ‘বিভিন্ন সমস্যার কারণে আমরা নবায়ন করতে পারিনি। আমরা স্যারদেরকে (ফায়ার সার্ভিস কর্মকর্তা) বলেছি, এখন আমরা নবায়ন করে নিব।’ 

প্রসঙ্গত, সম্প্রতি সময়ে রাজধানীর বিভিন্ন মার্কেটে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা। সোমবার উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটেও অগ্নিকাণ্ডে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় তিন-চার কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন