সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দরের বিরুদ্ধে থাকা অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালত বলেছেন, এই মামলা বিচারিক আদালত আমলে নেওয়ার পর আসামি চাইলে উচ্চ আদালতে আসতে পারবেন। এর ফলে তাঁর বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় শামীম এস্কান্দরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে আবেদন করলে তা খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শামীম এস্কান্দর। যা খারিজ করে দিলেন আপিল বিভাগও। শামীম এস্কান্দরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।