হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীর করা তিন মামলায় অব্যাহতি পেলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর দায়ের করা তিন মামলায় অব্যাহতি পেয়েছেন সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার। 

গত ১৭ এপ্রিল তদন্ত সংস্থা পিবিআইর দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতির আদেশ দেন।

আদালতে তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এশারত আলী আজকের পত্রিকাকে জানান, তিন মামলায় পিবিআই প্রতিবেদন দিয়ে বলেছে আজিজ আল কায়সারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। এ কারণে মামলাগুলো থেকে তাকে অব্যাহতির সুপারিশ করা হয়। আদালত ওই সুপারিশ গ্রহণ করেছেন।

মামলাগুলো দায়ের হওয়ার পর অভিযোগের বিষয়ে আদালত ডিবিকে তদন্তের আদেশ দেন। তদন্ত শেষে ডিবি অভিযোগের সঙ্গে আসামি আজিজ আল কায়সারের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। 

কিন্তু বাদী তাবাসসুম কায়সার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করলে আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। পিবিআই অধিকতর তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে ১৭ এপ্রিল আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। 

বাদী আবারও নারাজি আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তা নামঞ্জুর করে চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে মামলাগুলোতে আনা সব অভিযোগ থেকে আজিজ আল কায়সারকে অব্যাহতি দেন।

২০২২ সালের ডিসেম্বরে কায়সারের স্ত্রী তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে চারটি মামলা করেন। এরপর আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি মামলা রেকর্ড করে ডিবিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামি আজিজ আল কায়সার জালিয়াতির মাধ্যমে মামলার বাদী তাবাসসুম কায়সারের স্বাক্ষর নকল করে তার মালিকানাধীন পারটেক্স গ্রুপের শেয়ার হস্তান্তর করেন। অন্য মামলাটি তদন্তাধীন রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন