হোম > সারা দেশ > ঢাকা

গেন্ডারিয়ায় জুতা রাখা নিয়ে হাতাহাতিতে ভাইয়ের হাতে ভাই খুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘরের সামনে জুতা রাখাকে কেন্দ্র করে ঝগড়া। এক পর্যায়ে সেই ঝগড়া হাতাহাতিতে গড়ালে বড় ভাই দিলিপের আঘাতে প্রাণ হারান ছোট ভাই মিঠু। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়া এলাকার কালীচরণ রোডের এক বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাবি রীনা ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘বুধবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে নিহত মিঠুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’  

এসআই মোস্তাফিজ আরও বলেন, ‘নিহতের কপাল, দুই হাত ও পায়ে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’ 

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়া এলাকার কালীচরণ রোডের ২৭/২ বাসায় জুতা রাখ নিয়ে ভাই দিলীপ ও তার স্ত্রী রীনা ঘোষের সঙ্গে ঝগড়া হয় নিহত মিঠুনের। একপর্যায়ে বড় ভাই দিলীপ ও তাঁর স্ত্রী রীনা মিলে মারধর করে মিঠুকে। এ সময় মিঠু অচেতন হয়ে পড়লে, স্বজনরা তাঁকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল ইনিস্টিউট হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বড় ভাই উত্তম ঘোষ বলেন, তাঁরা গেন্ডারিয়া এলাকার স্থানীয় বাসিন্দা। বুধবার রাতে বাসায় জুতা রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। পরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই মারা যায়। ময়নাতদন্ত শেষে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় পুলিশ মরদেহ হস্তান্তর করেছে। 

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। এর পরপরই ওই ঘটনায় জড়িত নিহতের বড় ভাবি রীনা ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে