হোম > সারা দেশ > ঢাকা

ইউনুছ আলী আকন্দকে ফের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আবারো জরিমানা গুণতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে। চলতি লকডাউনকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর শুনানিতে অংশ না নেওয়ায় আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জরিমানা করেন।

আদালত বারবার এই রিটের ওপর শুনানিতে অংশ নেওয়ার জন্য বললেও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাড়া দেননি। এ কারণে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালত আদেশে বলেন, এই রিট দায়ের করে বিজ্ঞ আইনজীবী গণমাধ্যমে প্রচার করেন। কিন্তু মামলা শুনানির জন্য তালিকায় এলে তিনি অংশ নেন না।

বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে জনস্বার্থে রিট করার জন্য অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। গত বছরের ১২ অক্টোবর ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন। এতে গুরুতর আদালত অবমাননা হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২৫ হাজার টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টেও আপিল বিভাগ। একইসঙ্গে তাকে তিন মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

গত ২৫ এপ্রিল জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করেন আইনজীবী। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সেজন্য নির্দেশনা চাওয়া হয়। লকডাউন সংবিধানপরিপন্থী। সরকার জরুরি অবস্থা জারি ছাড়াই লকডাউন দিয়েছে, যা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী বলে রিটে উল্লেখ করা হয়।

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু