হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সমাবেশে ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তবে সেই ছাত্রদল নেতার পরিচয় সম্পর্কে কিছু জানাননি মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সূত্রপাত হয়েছে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল সেই মিছিলে বিএনপি অ্যাটাক করেছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। বিএনপির নেতা-কর্মীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তখন পুলিশ যা করণীয় তা করেছে।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে বলেন, ‘তাদের (বিএনপির) আগে থেকেই এসব পরিকল্পনা ছিল চৌদ্দ সালের (২০১৪ সাল) মতো। তারা রাজারবাগ পুলিশ লাইন হসপিটালসহ পুলিশের অনেক ছোটখাটো স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে।’ 

আগামীকাল রোববার বিএনপির হরতাল শক্তভাবে দমন করা হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘কাল তারা হরতাল ডেকেছে। তারা যদি গাড়িতে ভাঙচুর করে, আগুন ধরায়, তাহলে শক্ত হাতে দমন করা হবে।’ 

উল্লেখ্য, বিএনপির সঙ্গে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের মধ্যে রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে আমিনুল পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর