হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগে বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

আজকের পত্রিকা ডেস্ক­

বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের সমাবেশ চাকরিপ্রার্থীদের। ছবি: আজকের পত্রিকা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের সমাবেশ করছেন চাকরিপ্রার্থীরা। আজ সোমবার বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শতাধিক তরুণ এ কর্মসূচিতে অংশ নেয়। তাঁরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।

আন্দোলনের সমন্বয়ক সোহেল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল ১১টায় সমাবেশের আয়োজন করি। প্রথমে পুলিশ আমাদের মাইক নিয়ে যায়। দুই ঘণ্টা পর সেটা ফেরত দেয়। আমাদের সমাবেশ চলছে। সন্ধ্যা নাগাদ সমাবেশ চলবে।’

বিক্ষোভকারীরা ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জাতীয় জাদুঘরের সামনের ফুটপাতে অবস্থান নেন। তাঁরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন চেয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। গত ১২ বছর ধরে এই দাবি জানিয়ে আসলেও সরকার তাঁদের কথা শুনছে না। ৩৫-এর প্রজ্ঞাপন দেওয়ার দাবি জানিয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে জানান তাঁরা।

দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ৩৫ প্রত্যাশীরা। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস দিতে পারবেন, এমন ধারা সংযোজিত হবে বলেও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন