হোম > সারা দেশ > ঢাকা

হরতালে চলছে গণপরিবহন, আতঙ্কে যাত্রীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলছে। তবে এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে।

রাজধানীর ধানমন্ডি, রামপুরাসহ বেশ কয়েকটি এলাকায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবস হিসেবে সড়কে সকাল ৮টার আগে গণপরিবহন ও কর্মমুখী মানুষের সংখ্যা তুলনামূলক অনেক কম। সাতমসজিদ সড়কে রিকশা, সিএনজি অটোরিকশা, লেগুনা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল দেখা গেছে। সকাল ৭টা থেকে ধানমন্ডির সড়কে রমজান পরিবহনের কয়েকটি বাস চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া ৭টা ৪০-এর পর থেকে যাত্রাবাড়ীগামী মালঞ্চ ও মোহাম্মদপুর থেকে আজিমপুরগামী ১৩ নম্বর বাস, মিডলাইন পরিবহনের বাস চলাচল করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ১৫ নম্বর বাস স্ট্যান্ডে বেশ কয়েকজন যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। সবার মনেই চাপা আতঙ্ক। বাসের জন্য অপেক্ষা করছিলেন আইনজীবী মো. কামাল হোসেন। কাজের জন্য পুরান ঢাকার নিম্ন আদালতে যাবেন তিনি। কিন্তু বাস কম থাকায় অপেক্ষা করতে হচ্ছিল তাঁকে। কামাল হোসেন বলেন, ‘কাজ আছে, যেতেই হবে। দীর্ঘদিন পরে হরতাল হচ্ছে, তাই ভয় লাগছে। কিন্তু জীবন ও জীবিকার তাগিদ বলে তো একটা কথা আছে, তাই না?’

এদিকে ১৫ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় জনা দশেক পুলিশের অবস্থান দেখা গেছে। পুলিশ সদস্যরা প্রাইম ব্যাংক আই হসপিটালের সামনে চেয়ারে বসে খোশগল্পে মেতে আছেন।

সকাল ৭টা ৫৫ মিনিট পর্যন্ত এই এলাকার দু-একটি খাবারের দোকান বাদে আর তেমন কোনো দোকানপাট খুলতে দেখা যায়নি। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি তেমন নেই।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির