হোম > সারা দেশ > ঢাকা

ঝালকাঠির বাস দুর্ঘটনা: চালকের লাইসেন্স ছিল না 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝালকাঠির ছত্রকান্দায় সড়ক দুর্ঘটনার শিকার বাসচালক মোহন খানের (৪০) হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না। আজ বুধবার চালক মোহন খানকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র‍্যাব। বুধবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দুর্ঘটনায় ১৭ জুন নিহত হয়েছেন।

আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

খন্দকার আল মঈন জানান, বরিশাল আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাশার-স্মৃতি নামে বাসটি নিয়ন্ত্রণ হারায়। ওই বাসে যাত্রী ধারণ ক্ষমতা ছিল ৪৫ জনের। কিন্তু বাসে প্রায় শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ছাড়া বাসের চালক মোহন খানের হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর জন্য তাঁর লাইসেন্স ছিল না। 

তিনি বলেন, গত ২২ জুলাই সকালে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির ছত্রাকান্দা নামক স্থানে অতিরিক্ত যাত্রী বোঝাইকৃত বাশার-স্মৃতি নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৮ জন যাত্রী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করে। 

কমান্ডার মঈন আরও বলেন, এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-৮–এর আভিযানিক দল আজ ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাবের এই মুখপাত্র আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মোহন খান জানান, গত ২২ জুলাই বাশার-স্মৃতি পরিবহনের বাসটি সকাল ৯টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার উদ্দেশে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা শুরু করে। ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে বিভিন্ন স্টপেজ হতে বাসটিতে আরও যাত্রী ওঠানো হয় ৷ বেপরোয়া গতিতে গাড়িটি চালাতে থাকেন চালক। পরবর্তীতে ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে পৌঁছালে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির