হোম > সারা দেশ > ঢাকা

জবিতে চেয়ারম্যান পদত্যাগ না করায় প্রশাসনিক ভবন ঘেরাও শিক্ষার্থীদের

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ২৪ ঘণ্টা আল্টিমেটামের মধ্যে পদত্যাগ না করায় উপাচার্য ভবন ঘেরাও করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ভবনের ফটক বন্ধ করে দেন। আজ সোমবার মার্কেটিং বিভাগের চেয়ারম্যান জহির উদ্দিন আরিফ পদত্যাগ না করায় ১২টার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন। 

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘এক-দুই-তিন-চার, চেয়ারম্যান গদি ছাড়’, ‘আমার ভাইকে হুমকি কেন, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দিতে থাকেন। 

বিক্ষোভে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাশেদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দেওয়া আল্টিমেটাম অনুযায়ী চেয়ারম্যান পদত্যাগ না করায় আমরা প্রশাসনিক ভবন ঘেরাও করেছি। চেয়ারম্যান স্যারকে আল্টিমেটাম দেওয়ার পরও তিনি পদ ছাড়তে অপারগ। উল্টো ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ স্যার নিচে এসে আমাদের দাবি আজই মেনে নিলে, আমরা এখান থেকে সরে যাব।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তাঁকে পদত্যাগও করতে বলছি। কিন্তু সে রাজি না। আমারও এখতিয়ার নেই তাঁকে পদত্যাগ করানোর। এটা তো উপাচার্যের এখতিয়ার। তবে বিভাগ থেকে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে তাঁর প্রতি অনাস্থা দিলে তখন আর বাধা থাকত না। এখন আন্দোলনরত শিক্ষার্থীদেরও বিষয়টি বোঝাতে পারছি না।’ 

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫