হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, খরচ ২ কোটি টাকা 

মানিকগঞ্জ প্রতিনিধি

ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে উদ্ধার করার জন্য মৌখিকভাবে চুক্তি করা হয়েছে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে। পাঁচটি শক্তিশালী উইন্স ট্রাক দিয়ে ৫০ জন শ্রমিক উদ্ধারকাজে অংশগ্রহণ করবেন। এতে প্রায় দুই কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। 

আজ রোববার জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও বদিউল আলম ফেরি আমানত শাহ তোলার মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল (সোমবার) বিকেলের দিকে আমানত শাহ ফেরি তোলার জন্য সব ধরনের (ইকোইভমেন্ট) যন্ত্রাংশ নিয়ে পৌঁছাবে উদ্ধারকারী টিম। প্রথম দিকে ডুবুরিরা দেখবেন, এবং পরে তাদের মন্তব্যের ওপর ভিত্তি করে ফেরিটি তোলার প্রস্তুতি নেওয়া হবে। 

বদিউল আলম আরোও বলেন, 'সকালে বিআইডব্লিউটিএর হেড অফিসে এ নিয়ে প্রথম সভা হয়েছে। ফেরি উদ্ধারে আমরা আমাদের চুক্তির দুই কোটি টাকার কথা জানিয়ে দিয়েছে। দুপরের পর চেয়ারম্যানসহ বিআইডব্লিউটিএর সব কর্মকর্তর আরেকটি সভা হবে। এরপর বিকেলে চুক্তিতে স্বাক্ষর হবে। প্রাথমিকভাবে তাঁরা আমাদের নিশ্চিত করেছেন ফেরি উদ্ধারের কাজ আমরা পাচ্ছি।' 

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে তিনতলাবিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন