হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, খরচ ২ কোটি টাকা 

মানিকগঞ্জ প্রতিনিধি

ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে উদ্ধার করার জন্য মৌখিকভাবে চুক্তি করা হয়েছে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে। পাঁচটি শক্তিশালী উইন্স ট্রাক দিয়ে ৫০ জন শ্রমিক উদ্ধারকাজে অংশগ্রহণ করবেন। এতে প্রায় দুই কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। 

আজ রোববার জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও বদিউল আলম ফেরি আমানত শাহ তোলার মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল (সোমবার) বিকেলের দিকে আমানত শাহ ফেরি তোলার জন্য সব ধরনের (ইকোইভমেন্ট) যন্ত্রাংশ নিয়ে পৌঁছাবে উদ্ধারকারী টিম। প্রথম দিকে ডুবুরিরা দেখবেন, এবং পরে তাদের মন্তব্যের ওপর ভিত্তি করে ফেরিটি তোলার প্রস্তুতি নেওয়া হবে। 

বদিউল আলম আরোও বলেন, 'সকালে বিআইডব্লিউটিএর হেড অফিসে এ নিয়ে প্রথম সভা হয়েছে। ফেরি উদ্ধারে আমরা আমাদের চুক্তির দুই কোটি টাকার কথা জানিয়ে দিয়েছে। দুপরের পর চেয়ারম্যানসহ বিআইডব্লিউটিএর সব কর্মকর্তর আরেকটি সভা হবে। এরপর বিকেলে চুক্তিতে স্বাক্ষর হবে। প্রাথমিকভাবে তাঁরা আমাদের নিশ্চিত করেছেন ফেরি উদ্ধারের কাজ আমরা পাচ্ছি।' 

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে তিনতলাবিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট