সুপ্রিম কোর্টের সব রায় এখন থেকে বাংলায় পড়া যাবে। আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সব রায় বাংলায় পড়ার প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন।
এ সময় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক বিচারপতি নিয়মিতভাবে বাংলা ভাষায় রায়-আদেশ দিয়ে থাকেন। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত ‘আমার ভাষা’ নামক প্রযুক্তির মাধ্যমে ইংরেজি ভাষায় প্রদত্ত রায় বাংলায় অনুবাদ করা হচ্ছে।