হোম > সারা দেশ > ঢাকা

আরমানিটোলার আগুন, হাসপাতাল থেকে ছাড়পত্র পেল পাঁচজন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আরমানিটোলায় আগুনের ঘটনায় হাসপাতালে ভর্তি আরও পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

রোববার (২৫এপ্রিল) দুপুরে পাঁচজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তারা হলেন মৃত শাফায়াতের বাবা দেলোয়ার হোসেন(৫৫), মা লায়লা বেগম(৪৫), ভাই শাকির  হোসেন(৩০) শাফায়াতের স্ত্রী মিলি আক্তার (২৩) ও দুই বছরের মেয়ে ইয়াশফা।

ডা.পার্থ শংকর বলেন, আরমানিটোলার আগুনের ঘটনায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪ জন। এর মধ্যে আইসিইউতে আছে চারজন। এইচ ডিইউতে আছে একজন। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে ৯ জন।

হাসপাতাল থেকে ছুটি পাওয়া মৃত শাফায়াতের ভাই শাকির হোসেন জানায়, সকালে বড় ভাই মারা গেছে। আমরা সবাই হাসপাতালে ভর্তি।  আমরা না গেলে দাফনের কেউ নাই। বাবা সুস্থ আছেন। কিন্তু মা কিছুটা দুর্বল আছে। ছেলের মৃত্যুর খবরে হাসপাতালে আর থাকবে না।

শাকির জানায়, হাসপাতাল ও আইনি প্রক্রিয়া শেষে আমার ভাইয়ের মৃতদেহ গ্রামের বাড়ি চট্রগ্রামের মিরসরাইয়া নিয়ে যাব।

প্রসঙ্গত, পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনে রাসায়নিকের গুদামে গত বৃহস্পতিবার সেহরির সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু এবং অন্তত ১৭ জন আহত হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন