হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর প্রবেশমুখে চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদক, সাভার

রাজধানীর প্রবেশমুখ বলে পরিচিত সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। চলছে ঢাকায় প্রবেশকারী যানবাহনগুলোতে তল্লাশি। আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে এই তল্লাশি চৌকি বসানো হয়েছে। এ ছাড়া বিরুলিয়া, আশুলিয়া, ধামরাইয়ের ইসলামপুরেও যানবাহনে তল্লাশি করা হচ্ছে। 

আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে অবস্থান নেয় সাভার মডেল থানার পুলিশ। পরে পুলিশের সদস্যরা ঢাকামুখী লেনে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করেন। রাজধানীমুখী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের গন্তব্য, কোথা থেকে এসেছেন এবং কী প্রয়োজনে ঢাকায় যাচ্ছেন—এসব জিজ্ঞাসা করছেন তাঁরা। 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ বলেন, ‘চলমান কার্যক্রমের অংশ হিসেবেই তল্লাশি করা হচ্ছে। তবে আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশের যে কথা রয়েছে, সেই কর্মসূচি ঘিরে উদ্দেশ্যমূলকভাবে যাতে কেউ ঢাকায় প্রবেশ করে নাশকতা বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য তল্লাশি জোরদার করা হয়েছে।’ 

এ ছাড়া সাভারের বিরুলিয়ায় আজ শুক্রবার ভোর থেকে সাভার থানার পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে। তল্লাশি চৌকি বসানো হয়েছে আশুলিয়ায়ও। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যেসব যানবাহন বাইপাইল ও আবদুল্লাহপুর হয়ে ঢাকায় ঢুকছে, সেসব যানবাহনে তল্লাশি চালাচ্ছে আশুলিয়া থানার পুলিশ। অন্যদিকে আজ ভোর থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডে। পুলিশের সদস্যরা বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পাশাপাশি যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করছেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন