হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা, হাসপাতালে নারী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে মিরপুর সুপার লিংকের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে ওই বাসে থাকা এক নারী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের কাছে কর্তব্যরত ট্রাফিক পুলিশের বরাতে জানা গেছে, মিরপুর সুপার লিংকের ওই বাসটি বিজয় সরণির দিক থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। যাত্রাপথে আগারগাঁও এলাকায় প্রবেশ করলে চাকা ফেটে হয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। পরে এটি মেট্রোরেলের পিলারে গিয়ে ধাক্কা মারে।

দুর্ঘটনার ফলে বাসের ভেতরে থাকা অবস্থায় আহত এক নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা গৌতম কুমার।

 ৩৬৫ নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটেছে।

এর আগে গত ৯ এপ্রিল একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছিল। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছিলেন। সেফটি পরিবহনের ওই বাসটি মিরপুর-১২ থেকে আজিমপুরের উদ্দেশে যাচ্ছিল। কিশোর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ