নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামে এক তরুণকে হত্যার মামলায় ব্যারিস্টার তানিয়া আমীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ তাঁকে জামিন দেন।
ইমরান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ ২৯৭ জনকে আসামি করা হয়েছে।
১ সেপ্টেম্বর ইমরানের মা কোহিনূর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন।