হোম > সারা দেশ > ঢাকা

উন্নয়ন হচ্ছে জনগণের ট্যাক্সে, কারও ব্যক্তিগত টাকায় নয়: ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের উন্নয়ন জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে, কারও ব্যক্তিগত টাকায় নয়। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশীদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় এ কথা বলেন তিনি। 

ক্ষমতাসীন দল উন্নয়নের গল্প নিয়ে মানুষের কাছে যাবে, সেখানে জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে জনগণকে কী বার্তা দেবে—এমন এক প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘উন্নয়ন হচ্ছে জনগণের টাকায়। আমার, আপনার টাকায়; কারও ব্যক্তিগত টাকায় নয়। আর উন্নয়ন একটা ধারাবাহিকতা।’ 

নির্বাচনের খুব কাছাকাছি সময়েও জাতীয় পার্টির মধ্যে অস্থিরতার বিষয়ে জানতে চাইলে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘দলের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা চেয়ারম্যান-মহাসচিবের বিষয়।’ 

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে মহাজোটের কারণে আসনটি ছেড়ে দেওয়ার প্রশ্ন সামনে এলে কি করবেন—এমন প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘আমার দল যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেব।’ 

এদিকে, মনোনয়নপত্র জমা চলাকালীন সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ১০ মিনিটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ