হোম > সারা দেশ > ঢাকা

উন্নয়ন হচ্ছে জনগণের ট্যাক্সে, কারও ব্যক্তিগত টাকায় নয়: ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের উন্নয়ন জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে, কারও ব্যক্তিগত টাকায় নয়। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশীদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় এ কথা বলেন তিনি। 

ক্ষমতাসীন দল উন্নয়নের গল্প নিয়ে মানুষের কাছে যাবে, সেখানে জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে জনগণকে কী বার্তা দেবে—এমন এক প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘উন্নয়ন হচ্ছে জনগণের টাকায়। আমার, আপনার টাকায়; কারও ব্যক্তিগত টাকায় নয়। আর উন্নয়ন একটা ধারাবাহিকতা।’ 

নির্বাচনের খুব কাছাকাছি সময়েও জাতীয় পার্টির মধ্যে অস্থিরতার বিষয়ে জানতে চাইলে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘দলের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা চেয়ারম্যান-মহাসচিবের বিষয়।’ 

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে মহাজোটের কারণে আসনটি ছেড়ে দেওয়ার প্রশ্ন সামনে এলে কি করবেন—এমন প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘আমার দল যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেব।’ 

এদিকে, মনোনয়নপত্র জমা চলাকালীন সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ১০ মিনিটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত