হোম > সারা দেশ > ঢাকা

উন্নয়ন হচ্ছে জনগণের ট্যাক্সে, কারও ব্যক্তিগত টাকায় নয়: ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের উন্নয়ন জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে, কারও ব্যক্তিগত টাকায় নয়। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশীদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় এ কথা বলেন তিনি। 

ক্ষমতাসীন দল উন্নয়নের গল্প নিয়ে মানুষের কাছে যাবে, সেখানে জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে জনগণকে কী বার্তা দেবে—এমন এক প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘উন্নয়ন হচ্ছে জনগণের টাকায়। আমার, আপনার টাকায়; কারও ব্যক্তিগত টাকায় নয়। আর উন্নয়ন একটা ধারাবাহিকতা।’ 

নির্বাচনের খুব কাছাকাছি সময়েও জাতীয় পার্টির মধ্যে অস্থিরতার বিষয়ে জানতে চাইলে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘দলের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা চেয়ারম্যান-মহাসচিবের বিষয়।’ 

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে মহাজোটের কারণে আসনটি ছেড়ে দেওয়ার প্রশ্ন সামনে এলে কি করবেন—এমন প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘আমার দল যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেব।’ 

এদিকে, মনোনয়নপত্র জমা চলাকালীন সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ১০ মিনিটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে