হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর দক্ষিণখান থানার সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক সামছুন্নাহার এ রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি মাদ্রাসাশিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। 

ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আসগর স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা মূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৬ নভেম্বর মাদ্রাসার ৯ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন হাসমত আলী। বিষয়টি কাউকে না জানাতে ছাত্রকে হুমকি দেন তিনি। পরে শিশুটি ঘটনার কথা তার মাকে জানায়। শিশুটির মা বাদী হয়ে ওই বছর ১ ডিসেম্বর দক্ষিণখান থানায় মামলা করেন।

মামলাটি তদন্তের পর দক্ষিণখান থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম আসামি হাসমত আলীকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়। 

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা