হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর দক্ষিণখান থানার সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক সামছুন্নাহার এ রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি মাদ্রাসাশিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। 

ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আসগর স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা মূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৬ নভেম্বর মাদ্রাসার ৯ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন হাসমত আলী। বিষয়টি কাউকে না জানাতে ছাত্রকে হুমকি দেন তিনি। পরে শিশুটি ঘটনার কথা তার মাকে জানায়। শিশুটির মা বাদী হয়ে ওই বছর ১ ডিসেম্বর দক্ষিণখান থানায় মামলা করেন।

মামলাটি তদন্তের পর দক্ষিণখান থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম আসামি হাসমত আলীকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট