হোম > সারা দেশ > ঢাকা

বারিধারায় ৩৪২টি বাড়ির পয়োনিষ্কাশন হয় লেকে ও ড্রেনে, ‘কলাগাছ ব্যবস্থা’ নিচ্ছে ডিএনসিসি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর অভিজাত এলাকা ও কূটনৈতিক জোন হিসেবে পরিচিত বারিধারায় ৩৪২টি বাড়ির পয়োনিষ্কাশনের ব্যবস্থা লেক ও সড়ক-নালার সঙ্গে সংযুক্ত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আজ বুধবার এ কথা জানিয়েছেন। ওই এলাকায় মোট বাড়ি আছে ৫৫০টি।

বারিধারা এলাকায় ড্রেনে, লেকে কিংবা খালে পয়োবর্জ্যের সংযোগ বন্ধ করতে ডিএনসিসির অভিযানের সময় তিনি এ কথা বলেন। অভিযানে ১১ নম্বর রোডে সড়ক-নালার সঙ্গে চারটি বাড়ির পয়োনিষ্কাশনের অবৈধ সংযোগ কলাগাছ দিয়ে বন্ধ করে দেন তিনি।

মেয়র আতিক বলেন, দেশের সবচেয়ে অভিজাত এলাকা হিসেবে খ্যাত বারিধারার ৫৫০টি বাড়ির মধ্যে ৩৪২টির পয়োবর্জ্যের সংযোগ সড়ক-নালার সঙ্গে দেওয়া হয়েছে। জরিপ প্রতিবেদন অনুযায়ী, পুরো এলাকায় মাত্র পাঁচটি বাড়ির সংযোগ সড়ক-নালায় দেওয়া হয়নি। ২০৩টি বাড়ি নগর কর্তৃপক্ষের দেওয়া আটটি শর্তের মধ্যে কিছু শর্ত পূরণ করেছে। ৩৪২টি বাড়ি কোনো শর্তই পূরণ করেনি।

অভিজাত এলাকায় পয়োবর্জ্যের অবৈধ সংযোগকে ‘খুবই দুঃখজনক’ হিসেবে অভিহিত করে মেয়র আতিক বলেন, সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন লাইনে পয়োবর্জ্যের সংযোগ দেওয়া যাবে না। ওয়াসার আলাদা লাইনে এসব বাড়ির বর্জ্য যাওয়ার কথা থাকলেও সেটি নেই।

যেখানে ওয়াসার পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেখানে নিজস্ব ব্যবস্থা ইটিপি বসিয়ে পয়োবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে—এমনটি স্পষ্টভাবে উল্লেখ করে মেয়র বলেন, ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

বাড়িগুলোর মালিকদের আগেই সতর্ক করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা কথা শোনেননি উল্লেখ করে মেয়র আতিক বলেন, ডিএনসিসি বাধ্য হয়ে অভিযানে নেমেছে।

এর আগে গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা—এই চার এলাকায় ৩ হাজার ৮৩০টি বাড়িতে জরিপ চালানো হয়েছিল উল্লেখ করে মেয়র বলেন, এর মধ্যে ৩ হাজার ২৬৫টি বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সরাসরি সড়ক-নালা ও লেকে দেওয়া আছে।

মাত্র ৪১টি বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সঠিকভাবে দেওয়া হয়েছে বলে ডিএনসিসি জানিয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট