হোম > সারা দেশ > ঢাকা

‘তালেবান আর ইসলাম সমার্থক নয়’

প্রতিনিধি, ঢাবি

তালেবান আর ইসলাম সমার্থক নয় বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন। আজ শনিবার বিকেল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সোশ্যাল আ্যক্টিভিস্ট ফোরাম আয়োজিত 'আফগানিস্তানে জঙ্গি সম্প্রদায়ের উত্থান মানবিক বিশ্বের জন্য অশুভ সংকেত' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি। 

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, তালেবান আর ইসলাম সমার্থক নয়। আফগানিরা ইসলাম গ্রহণ করতে চায়নি। ইরানি সুফিরা ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে তাঁদের ইসলাম গ্রহণ করিয়েছেন। তাঁরা (আফগানিরা) ইসলামকে নিজেদের মতো গ্রহণ করে গোত্রভিত্তিক ইসলামে রূপান্তরিত করেছেন। 

তিনি আরও বলেন, ইসলামের সবচেয়ে বড় বিপদ হলো আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় আসা। ইসলামকে যথার্থ অনুসরণ ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ও বাংলাদেশ সোশ্যাল আ্যক্টিভিস্ট ফোরামের প্রধান সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী'র সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব আজম খাঁন, দারুস সালাম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। 

সভাপতির বক্তব্যে নিম চন্দ্র ভৌমিক বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখ ছিল সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচারের কথা। আমাদের মুক্তিযুদ্ধ ছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। তাই মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কখনো তালেবানকে সমর্থন করতে পারে না। তালেবানের বিজয়ে যারা উজ্জীবিত হচ্ছে তাদের চিহ্নিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ভৌমিক।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ