হোম > সারা দেশ > ঢাকা

ভেটেরিনারিকে জরুরি সেবায় অন্তর্ভুক্ত করা উচিত: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, করোনাকালে দেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা ধরে রাখতে, খামারিদের কথা বিবেচনা করে জনগণের কাছে প্রাণিজ আমিষ পৌঁছে দেওয়ার জন্য ভেটেরিনারিয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছিলেন। সে সময় প্রমাণিত হয়েছিল, ভেটেরিনারি সেবা প্রকৃত অর্থেই জরুরি সেবার অন্তর্ভুক্ত হওয়া উচিত।

আজ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৩ উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাঙ্গণ থেকে ভেটেরিনারিয়ানরা র‍্যালি শুরু করে খামারবাড়ি মোড় প্রদক্ষিণ করে কৃষিবিদ ইনস্টিটিউশনে এসে শেষ করেন।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল সভাপতি কৃষিবিদ ডা. মো. মনজুর কাদির, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ ড. এস এম নজরুল ইসলাম প্রমুখ।

প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার সারা বিশ্বে একযোগে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়। বিশ্ব ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বপ্রথম ২০০০ সালে এ দিবসটি পালিত হয়। এ বছর ঢাকায় যৌথভাবে ভেটেরিনারি দিবস উদ্যাপিত হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, দি ভেট এক্সিকিউটিভ, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এবং বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের উদ্যোগে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন