আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, করোনাকালে দেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা ধরে রাখতে, খামারিদের কথা বিবেচনা করে জনগণের কাছে প্রাণিজ আমিষ পৌঁছে দেওয়ার জন্য ভেটেরিনারিয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছিলেন। সে সময় প্রমাণিত হয়েছিল, ভেটেরিনারি সেবা প্রকৃত অর্থেই জরুরি সেবার অন্তর্ভুক্ত হওয়া উচিত।
আজ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৩ উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাঙ্গণ থেকে ভেটেরিনারিয়ানরা র্যালি শুরু করে খামারবাড়ি মোড় প্রদক্ষিণ করে কৃষিবিদ ইনস্টিটিউশনে এসে শেষ করেন।
প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার সারা বিশ্বে একযোগে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়। বিশ্ব ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বপ্রথম ২০০০ সালে এ দিবসটি পালিত হয়। এ বছর ঢাকায় যৌথভাবে ভেটেরিনারি দিবস উদ্যাপিত হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, দি ভেট এক্সিকিউটিভ, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এবং বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের উদ্যোগে।