হোম > সারা দেশ > ঢাকা

ভেটেরিনারিকে জরুরি সেবায় অন্তর্ভুক্ত করা উচিত: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, করোনাকালে দেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা ধরে রাখতে, খামারিদের কথা বিবেচনা করে জনগণের কাছে প্রাণিজ আমিষ পৌঁছে দেওয়ার জন্য ভেটেরিনারিয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছিলেন। সে সময় প্রমাণিত হয়েছিল, ভেটেরিনারি সেবা প্রকৃত অর্থেই জরুরি সেবার অন্তর্ভুক্ত হওয়া উচিত।

আজ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৩ উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাঙ্গণ থেকে ভেটেরিনারিয়ানরা র‍্যালি শুরু করে খামারবাড়ি মোড় প্রদক্ষিণ করে কৃষিবিদ ইনস্টিটিউশনে এসে শেষ করেন।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল সভাপতি কৃষিবিদ ডা. মো. মনজুর কাদির, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ ড. এস এম নজরুল ইসলাম প্রমুখ।

প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার সারা বিশ্বে একযোগে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়। বিশ্ব ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বপ্রথম ২০০০ সালে এ দিবসটি পালিত হয়। এ বছর ঢাকায় যৌথভাবে ভেটেরিনারি দিবস উদ্যাপিত হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, দি ভেট এক্সিকিউটিভ, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এবং বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের উদ্যোগে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’