হোম > সারা দেশ > ঢাকা

চাকরির ছাড়পত্র দেওয়ার দাবি মেরিন ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাস করার পর চাকরির ছাড়পত্র দেওয়াসহ দুই দফা দাবি জানিয়েছে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদ। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সিডিসি কমিটি অব আইএমটির সভাপতি মেহেদি হাসান বলেন, ২০১০ সাল থেকে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে পাস করা ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট দেওয়া এবং মার্চেন্ট শিপে ১২ মাস সি-সার্ভিস শেষ করার পর সিওসি ক্লাস থ্রি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।

মেহেদি হাসান আরও বলেন, পাস করার পরও সিডিসি সনদ বা চাকরির ছাড়পত্র না থাকায় আমরা চাকরির জন্য আবেদন করতে পারছি না। কারণ পাস করার পর আবারও ছয় মাসের ট্রেনিং নিতে হয়। এটা সময় ও অর্থের অপচয়। ২০১০ সাল থেকে এ পর্যন্ত আড়াই হাজর শিক্ষার্থী সিডিসি সনদ থেকে বঞ্চিত আছে। প্রতিবছর ৩০০ শিক্ষার্থী পাস করে বের হচ্ছে, যারা বেকারের খাতায় নাম লেখাচ্ছে। সুতরাং আমাদের দাবি মানা না হলে খুব শিগগিরই আমরা কঠোর আন্দোলনে যাব। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ অন্যরা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন