হোম > সারা দেশ > ঢাকা

চাকরির ছাড়পত্র দেওয়ার দাবি মেরিন ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাস করার পর চাকরির ছাড়পত্র দেওয়াসহ দুই দফা দাবি জানিয়েছে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদ। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সিডিসি কমিটি অব আইএমটির সভাপতি মেহেদি হাসান বলেন, ২০১০ সাল থেকে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে পাস করা ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট দেওয়া এবং মার্চেন্ট শিপে ১২ মাস সি-সার্ভিস শেষ করার পর সিওসি ক্লাস থ্রি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।

মেহেদি হাসান আরও বলেন, পাস করার পরও সিডিসি সনদ বা চাকরির ছাড়পত্র না থাকায় আমরা চাকরির জন্য আবেদন করতে পারছি না। কারণ পাস করার পর আবারও ছয় মাসের ট্রেনিং নিতে হয়। এটা সময় ও অর্থের অপচয়। ২০১০ সাল থেকে এ পর্যন্ত আড়াই হাজর শিক্ষার্থী সিডিসি সনদ থেকে বঞ্চিত আছে। প্রতিবছর ৩০০ শিক্ষার্থী পাস করে বের হচ্ছে, যারা বেকারের খাতায় নাম লেখাচ্ছে। সুতরাং আমাদের দাবি মানা না হলে খুব শিগগিরই আমরা কঠোর আন্দোলনে যাব। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ অন্যরা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট