হোম > সারা দেশ > ঢাকা

জঙ্গি ছিনতাই: রাজধানীতে রেড এলার্ট, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাহিনীর কেউ দায়ী থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন ঘটনার সঙ্গে সঙ্গেই রেড অ্যালার্ট চলছে। সীমান্তেও সতর্কতা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর।

এর আগে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পালিয়ে যাওয়াদের ধরতে পুলিশের একাধিক ইউনিট মাঠে কাজ করছে। রাজধানীতে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

আজ রোববার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঘটনা উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। সরকার ব্যাপারটাকে গুরুত্ব (সিরিয়াসলি) দিয়ে দেখছে। তবে তদন্তের আগে বিশদ বলবার সুযোগ নেই।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় বিএনপি এত মানুষ নিয়ে কোথায় সমাবেশ করতে পারবে অথবা পারবে কি না, সেটা ডিএমপি ও বিএনপি মিলে আলোচনা করে ঠিক হবে।

আশা থাকবে, বিএনপি তাদের কর্মসূচি ঢাকায় শান্তিপূর্ণভাবে করবে। নয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না।

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে দুইদিনব্যাপী সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনেক ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, মাদক পাচার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার উন্নয়ন তথা নো ম্যানস ল্যান্ড ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। তাদের তাগিদ দেওয়া হয়েছে যেন এ নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। তাদের বলা হয়েছে যে, ভারতের গরুর আর দরকার নেই কেননা বাংলাদেশ গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা সীমান্তের বাস্তবতাও তাদের জানানো হয়েছে।

সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ঘটনা যাই ঘটুক, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ বলেও ভারতকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই সম্পর্কিত আরও পড়ুন:

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে