হোম > সারা দেশ > মাদারীপুর

ডাকাত সন্দেহে ২ জনকে গণধোলাইের পর ‘চোখ তুলে ফেলার চেষ্টা’

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে গণধোলাই দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তাঁদের চোখ তুলে ফেলারও চেষ্টা করেন। আজ রোববার ভোরে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন বরিশালের মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে দাদন হাওলাদার (৫০) এবং একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়ির উঠানে ১০-১২ জন মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত জড়ো হন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করেন। ওই বাড়ি থেকে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে ডাকাত সন্দেহে আটক করেন স্থানীয়রা।

এ ঘটনায় উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিয়ে চোখ তুলে ফেলার চেষ্টা করেন। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাঁদের অবস্থা গুরুতর হওয়ার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

জয়নাল, কালাম, ফরিদসহ একাধিক স্থানীয়রা জানান, সেকান্দার হাওলাদারের বাড়িতে ডাকাতি করতে এসেছিল ডাকাত দল। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে দুই ডাকাতকে গণধোলাই দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদুল ইসলাম বলেন, হাসপাতালে দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাঁদের দুজনের চোখেই গভীর ক্ষত আছে। উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় তাঁরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন