হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মানিকগঞ্জে সিঙ্গাইরে পিকআপ ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—সিঙ্গাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) ও সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। এ সময় গুরুতর আহত হয়েছেন ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেন (১৭)।

প্রত্যক্ষদর্শী আলামিন খান বলেন, মোটরসাইকেল এবং পিকআপ ভ্যান দুটিই অতিরিক্ত গতি ছিল। মোটরসাইকেলে ছিলেন চালকসহ তিনজন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক বাঁধন।

সিঙ্গাইর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাঁধন মারা যায়। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে রাতুলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্য আরোহী লাদেন চিকিৎসাধীন অবস্থায় আছে। সেও সংকটাপন্ন।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যান চালককে স্থানীয়রা আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত