হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মানিকগঞ্জে সিঙ্গাইরে পিকআপ ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—সিঙ্গাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) ও সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। এ সময় গুরুতর আহত হয়েছেন ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেন (১৭)।

প্রত্যক্ষদর্শী আলামিন খান বলেন, মোটরসাইকেল এবং পিকআপ ভ্যান দুটিই অতিরিক্ত গতি ছিল। মোটরসাইকেলে ছিলেন চালকসহ তিনজন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক বাঁধন।

সিঙ্গাইর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাঁধন মারা যায়। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে রাতুলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্য আরোহী লাদেন চিকিৎসাধীন অবস্থায় আছে। সেও সংকটাপন্ন।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যান চালককে স্থানীয়রা আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি