হোম > সারা দেশ > ঢাকা

পরীমণির বাসা থেকে জব্দকৃত আলামত ফেরত দেওয়ার নির্দেশ আদালতের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির গাড়ি, আইপ্যাড, মোবাইলসহ ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার পরীমণির জব্দকৃত আলামতসমূহ ফেরত দেওয়ার নির্দেশ দেন। এ সময় পরীমণি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর পরীমনি তাঁর জব্দকৃত আলামতসমূহ ফেরত দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। ওই দিন আদালত পরিমনির জব্দকৃত আলামত সম্পর্কে তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন চান। আদালতের নির্দেশ মোতাবেক গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক কাজী গোলাম মোস্তফা প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, জব্দকৃত আলামতসমূহ পরীমণিকে ফেরত দিলে মামলার তদন্তকাজে ব্যাঘাত সৃষ্টি হবে না। এই কারণে এসব আলামত তাকে ফেরত দেওয়া যায়। আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের মহানগর দায়রা আদালতের পিপি আবু আব্দুল্লাহ আলামত ফেরত দেওয়ার বিষয়ে বলেন, রাষ্ট্রপক্ষের কোন আপত্তি নেই।

গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়।

পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে গ্রেপ্তারের সময় একটি গাড়ি, আইপ্যাড ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র জব্দ করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি