হোম > সারা দেশ > ঢাকা

পরীমণির বাসা থেকে জব্দকৃত আলামত ফেরত দেওয়ার নির্দেশ আদালতের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির গাড়ি, আইপ্যাড, মোবাইলসহ ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার পরীমণির জব্দকৃত আলামতসমূহ ফেরত দেওয়ার নির্দেশ দেন। এ সময় পরীমণি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর পরীমনি তাঁর জব্দকৃত আলামতসমূহ ফেরত দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। ওই দিন আদালত পরিমনির জব্দকৃত আলামত সম্পর্কে তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন চান। আদালতের নির্দেশ মোতাবেক গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক কাজী গোলাম মোস্তফা প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, জব্দকৃত আলামতসমূহ পরীমণিকে ফেরত দিলে মামলার তদন্তকাজে ব্যাঘাত সৃষ্টি হবে না। এই কারণে এসব আলামত তাকে ফেরত দেওয়া যায়। আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের মহানগর দায়রা আদালতের পিপি আবু আব্দুল্লাহ আলামত ফেরত দেওয়ার বিষয়ে বলেন, রাষ্ট্রপক্ষের কোন আপত্তি নেই।

গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়।

পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে গ্রেপ্তারের সময় একটি গাড়ি, আইপ্যাড ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র জব্দ করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট