হোম > সারা দেশ > ঢাকা

গোসলের ভিডিও ধারণ করে নারীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ ও অনৈতিক কাজের জন্য ব্ল্যাকমেল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।

আজ মঙ্গলবার সকালে অভিযুক্ত মোফাজ্জল হোসেনকে আটক করে আশুলিয়া থানা-পুলিশ। পরে পর্নোগ্রাফি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার দেওপুর গ্রামের আব্দুল মান্নাফের ছেলে। বর্তমানে আশুলিয়ার বসবাস করেন ও একটি পোশাক কারখানায় চাকরি করেন।

এজাহার সূত্রে ও ভূক্তভোগী নারী বলেন, ‘আমি ও আমার স্বামী আশুলিয়া এলাকার একটি টিনশেডের ভাড়া বাসায় বসবাস করে আসছিলাম। আমরা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করি। এদিকে পাশের আরেকটি কক্ষে মোফাজ্জল হোসেনও থাকতেন। আমাদের দুই রুমের জন্য যৌথ এক টয়লেট। গত ১৭ জুন বিকেলে আমি টয়লেটে গিয়ে গোসল করি। এর আগে কৌশলে অভিযুক্ত ব্যক্তি তাঁর মোবাইল ফোনের ভিডিও চালু করে টয়লেটের ভেতরে রেখে দেয়। পরে অভিযুক্ত ব্যক্তি আমাকে সেই ভিডিও দেখিয়ে তাঁর সাথে অনৈতিক কাজ করার জন্য ব্ল্যাকমেল করে। রাজি না হলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি আমি আমার স্বামীকে জানাই।’

ভুক্তভোগী আরও বলেন, ‘পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে আমার স্বামী স্থানীয় আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ মঞ্জু দেওয়ানকে জানালে তিনি তাঁর লোক দিয়ে মোফাজ্জলকে তাঁর অফিসে এনে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেন।’

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, এ ঘটনায় মোফাজ্জল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ব্যবহৃত মোবাইল ফোন।

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার