হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও সিপাহিবাগের বাসায় টেবিল ফ্যান মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কাজিমুদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিপাহিবাগ চৌধুরী বাড়ি মোড়ের একটি বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কাজিমুদ্দিনের স্ত্রী মোর্শেদা বেগম বলেন, বাসায় থাকা ছোট টেবিল ফ্যান নষ্ট হয়ে যায়। সকালে সেই ফ্যান ঠিক করছিল। সেখান থেকেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাঁকে দ্রুত স্থানীয় ফরায়েজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাঁদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়। বর্তমানে খিলগাঁও সিপাহিবাগ চৌধুরী বাড়ি মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। তাঁর স্বামী কাজিমুদ্দিন ভ্যানে করে বাদাম বিক্রি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ বলেন, খিলগাঁও সিপাহিবাগ এলাকা থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, বিদ্যুতায়িত হয়েছিলেন তিনি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির