হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও সিপাহিবাগের বাসায় টেবিল ফ্যান মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কাজিমুদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিপাহিবাগ চৌধুরী বাড়ি মোড়ের একটি বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কাজিমুদ্দিনের স্ত্রী মোর্শেদা বেগম বলেন, বাসায় থাকা ছোট টেবিল ফ্যান নষ্ট হয়ে যায়। সকালে সেই ফ্যান ঠিক করছিল। সেখান থেকেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাঁকে দ্রুত স্থানীয় ফরায়েজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাঁদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়। বর্তমানে খিলগাঁও সিপাহিবাগ চৌধুরী বাড়ি মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। তাঁর স্বামী কাজিমুদ্দিন ভ্যানে করে বাদাম বিক্রি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ বলেন, খিলগাঁও সিপাহিবাগ এলাকা থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, বিদ্যুতায়িত হয়েছিলেন তিনি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ