হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুরে নেই চিরচেনা ভিড়, তবু বিলম্বে ট্রেনযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলে অগ্রিম টিকিটে ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বাভাবিক অবস্থা রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদের আগে নেই চিরচেনা সেই ভিড়, অতিরিক্ত যাত্রীর চাপ। যাত্রীদের চাপ না থাকলেও বিলম্বে যাত্রা করেছে তিনটি ট্রেন। 

কালোবাজারিমুক্ত করতে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি এবং ঈদে বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। এমন সিদ্ধান্ত কতটুকু সফল হবে তা নিয়ে ছিল চিন্তা। তবে ১৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত কমলাপুর স্টেশনে দেখা গেছে স্বাভাবিক চিত্র। 

আজ বৃহস্পতিবার রেলের ঈদযাত্রার চতুর্থ দিনেও বজায় রয়েছে শৃঙ্খলা। কমলাপুর রেলওয়ে স্টেশনে তিন দফা চেকিং শেষে যাত্রীদের প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে। 

রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩৫ মিনিট বিলম্বে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে। এই ট্রেন দেড় ঘণ্টা দেরিতে রাজশাহী পৌঁছাবে। 

সোনার বাংলা ট্রেনটি প্রায় তিন ঘণ্টা লেট করেছে। সকাল ৭টায় চলার কথা থাকলেও সকাল ১০টার সময় ট্রেনটি ছেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। 

রেলওয়ে সূত্র বলছে, ভ্যাকুয়াম কাজ না করায় দেরিতে ছেড়েছে সোনার বাংলা এক্সপ্রেস। 

গত ১৬ এপ্রিল দুর্ঘটনার পরে নতুন আমদানিকৃত কোরিয়ান কোচ দিয়ে বুধবার সকালে বিশেষ যাত্রা করে ট্রেনটি। এর আগে ট্রেনটি পাঁচটি ট্রিপ দিয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ১৪টি কোচের মধ্যে ৭টি ক্ষতিগ্রস্ত হয়। 

জানা গেছে, নতুন রেকের কোচে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, আরামদায়ক সিট, বায়ো টয়লেট, টয়লেটের বাইরে আলাদা বেসিন, প্রতিটি সিটের পাশে ইউএসবি পোর্টসহ বৈদ্যুতিক সকেট, জরুরি হ্যামার, আধুনিক শব্দহীন বৈদ্যুতিক ফ্যান, সিসি ক্যামেরাসহ আরও নতুন কিছু প্রযুক্তি। 

এ ছাড়া রংপুর এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। অন্য ট্রেনগুলো ৫-১০ মিনিট দেরিতে ছেড়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে