হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ পরিচয়ে অপহরণ ও ডাকাতি, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর দক্ষিণখান এলাকায় গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ পরিচয়ে অপহরণ ও ডাকাতির ঘটনায় মূল হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
 
গোয়েন্দা পুলিশ বলছে, চক্রটি কয়েকটি ভাগে কাজ করে। প্রথমে তথ্য সংগ্রহ করে পুলিশের পোশাকে থাকা সদস্যদের তথ্য দেয় চক্রের সোর্সের কাজ করা সদস্যরা। এরপর গাড়ি নিয়ে পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে হাত–পা বেঁধে ডাকাতি শেষে নির্জন স্থানে ফেলে যায় ডাকাত দলের সদস্যরা। দলটি কয়েকজন সদস্য সম্প্রতি ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবির কর্মকর্তারা।

ভুক্তভোগী ব্যবসায়ীর দায়ের করা মামলা তদন্তে নেমে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো–আলী আব্বাস ওরফে কাশেম (৫০), সুজন চৌধুরী (৪০), শরীফ উদ্দনি ওরেফে আপন (৪০), খন্দকার মনিরুজ্জামান মনির (৫৮), সাইফুল ইসলাম (৪৬) ও সাদেক মিয়া (২৫)।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত জেলা পুলিশ ও ডিএমপির ডিবি পুলিশের পোশাক, ওয়্যারলেস সেট, খেলনা পিস্তল, হ্যান্ডকাফ,৯টি মোবাইল গাড়ি এবং ডাকাতি করে নেওয়া টাকার মধ্যে দুই লাখ টাকা উদ্ধার করা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন