হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরে সাংবাদিক নিপীড়নের দায়ে ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নিপীড়নের দায়ে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার, জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিক্ষার্থীরা হলেন–আমিনুর রহমান সুমন, তাওসিফ সারার তুনান, হৃদয় রায়, নাঈম হোসেন, ইমতিয়াজ হোসাইন জিদান ও আব্দুল্লাহ আল আদনান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। এদের মধ্যে আব্দুল্লাহ আল আদনান শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক, অন্যরা ছাত্রলীগের সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত। 

সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের বিশেষ সভায় ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশে সাংবাদিক নিপীড়নের ঘটনায় ছয় শিক্ষার্থীকে এ শাস্তি দেওয়া হয়। 

তাদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে স্থগিত বহিষ্কারাদেশ দেওয়া হয়। স্থগিত বহিষ্কারাদেশের অধীনে তারা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরবর্তীতে ক্যাম্পাসে কোনো অপরাধে তারা জড়িত হলে তাৎক্ষণিক বহিষ্কারাদেশ কার্যকর হবে। বাকি দুজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।’ 

এর আগে গত ২১ আগস্ট রাতে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বার্তা সংস্থা ইউএনবি প্রতিনিধি আসিফ আল মামুনকে মারধরের অভিযোগ উঠে। হলের গেস্টরুমে ভিডিও করার সন্দেহে তাকে মারধর করা হয়। পরে তিনি আবাসিক ছাত্র ও সাংবাদিক পরিচয় দিলে আরেক দফা মারধর করেন তারা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট