হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরে সাংবাদিক নিপীড়নের দায়ে ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নিপীড়নের দায়ে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার, জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিক্ষার্থীরা হলেন–আমিনুর রহমান সুমন, তাওসিফ সারার তুনান, হৃদয় রায়, নাঈম হোসেন, ইমতিয়াজ হোসাইন জিদান ও আব্দুল্লাহ আল আদনান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। এদের মধ্যে আব্দুল্লাহ আল আদনান শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক, অন্যরা ছাত্রলীগের সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত। 

সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের বিশেষ সভায় ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশে সাংবাদিক নিপীড়নের ঘটনায় ছয় শিক্ষার্থীকে এ শাস্তি দেওয়া হয়। 

তাদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে স্থগিত বহিষ্কারাদেশ দেওয়া হয়। স্থগিত বহিষ্কারাদেশের অধীনে তারা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরবর্তীতে ক্যাম্পাসে কোনো অপরাধে তারা জড়িত হলে তাৎক্ষণিক বহিষ্কারাদেশ কার্যকর হবে। বাকি দুজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।’ 

এর আগে গত ২১ আগস্ট রাতে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বার্তা সংস্থা ইউএনবি প্রতিনিধি আসিফ আল মামুনকে মারধরের অভিযোগ উঠে। হলের গেস্টরুমে ভিডিও করার সন্দেহে তাকে মারধর করা হয়। পরে তিনি আবাসিক ছাত্র ও সাংবাদিক পরিচয় দিলে আরেক দফা মারধর করেন তারা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু