হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

ইসমাইল হোসেন সম্রাট। ফাইল ছবি

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া অভিযোগ গঠন করেন।

ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সম্রাট অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে সম্রাটের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো বলেও তিনি জানান।

২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালীন সময়ে ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে আটক করা হয়। পরে ঢাকায় এনে তাঁকে করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ।

ওই দিন বেলা ২টার দিকে র‌্যাবের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বাহিনীটির একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে অভিযান শুরু করে। এ সময় তার কার্যালয় অবৈধ পশুর চামড়া পিস্তল এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

কার্যালয়ে অবৈধভাবে পশুর চামড়া রাখার দায়ে তার ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরদিন র‌্যাবের ডিএডি আব্দুল খালেক অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেন। সম্রাটকে কারাগারে নেওয়া হয়।

দীর্ঘদিন কারা ভোগের পর তিনি জামিন পান। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আর আদালতে হাজির হননি।

সম্রাট কারাগারে থাকা অবস্থায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়। মাদক মামলা ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এখনো অভিযোগ গঠন করা হয়নি।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার