হোম > সারা দেশ > ঢাকা

বিএলএফ-এর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২২ পালন করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। দিবসটি উপলক্ষে চামড়া শিল্প নগরীতে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার ঢাকার সাভার উপজেলার চামড়া শিল্প নগরীতে যৌথভাবে এই দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’। 

আলোচনা সভায় বক্তারা জানান, ট্যানারি শিল্পের শ্রমিকদের বিভিন্ন পেশাগত ঝুঁকি রয়েছে। এই শিল্পের শ্রমিকদের ১০০ ধরনের রাসায়নিকের সংস্পর্শে থাকতে হয় বলে উল্লেখ করেন তারা। এতে করে প্রতিনিয়ত শ্বাসপ্রশ্বাস জনিত ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন শ্রমিকেরা। 

কিন্তু, শিল্প নগরীর ভেতর তাঁদের জন্য কোনো হাসপাতালের ব্যবস্থা নেই। সম্প্রতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চামড়া শিল্প নগরী, সাভারে সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করতে একটি জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদন করেছে। বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হওয়া এই কর্মপরিকল্পনার যথাযথ বাস্তবায়ন না হলে, ট্যানারি খাতে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। আলোচনা সভায় এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার ও মালিকদের প্রতি জোর তাগিদ দেন বক্তারা। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজোয়ান, নির্বাহী প্রকৌশলী, বিসিক চামড়া শিল্প নগরী। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব। 

এ ছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক আবদুল মালেক। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় আহত শ্রমিক মোহাম্মদ আলী এবং কারখানাতে অগ্নিকাণ্ডের সরাসরি প্রত্যক্ষদর্শী রুবি বেগম নিজেদের দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ভবিষ্যতে তাঁদের মতো কাউকে যেন এ ধরনের দুর্ঘটনার শিকার হতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগী এই দুই শ্রমিক। 

আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার ফয়সাল আহমেদ। আলোচনা শেষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের অফিস থেকে বিসিক চামড়া শিল্প নগরীর অফিস হয়ে সমগ্র শিল্প এলাকা প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন কারখানার শ্রমিক, মালিক প্রতিনিধিসহ অনেকেই র‍্যালিতে অংশগ্রহণ করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু