হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামী সাহাজুদ্দিন মিয়াকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামি সাহাজুদ্দিনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

সাহাজুদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মথুরনাথ সরকার। তিনি অ্যাসিড নিক্ষেপের মামলায় সন্তুষ্ট হয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘জরিমানার অর্থ ভুক্তভোগী ওই নারীকে দিতে বিচারক নির্দেশ দিয়েছেন।’

এদিকে আসামি পক্ষের আইনজীবী শ্রিপা রানী সরকার মামলায় অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

সাহাজুদ্দিনের বাড়ি সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায়।

এদিকে অ্যাসিড নিক্ষেপের ঘটনার পর সাহাজুদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী নারীর আইনজীবী।

এজাহার থেকে জানা গেছে, সাহাজুদ্দিনের তৎকালীন স্ত্রী (ভুক্তভোগী নারী) বিদেশে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি স্ত্রীকে বিদেশ যেতে দিতে রাজি ছিলেন না। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো। একপর্যায় ২০০৯ সালের ২৮ মে রাতে ক্ষিপ্ত হয়ে বাড়ির অদূরে ডেকে নিয়ে স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান সাহাজুদ্দিন। এরপর তাঁর স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন স্থানীয়রা। অ্যাসিড নিক্ষেপে তাঁর স্ত্রীর ডান চোখ নষ্ট এবং কান ও মুখের বিভিন্ন জায়গা ঝলসে যায়।

ওই ঘটনার পরদিন ভুক্তভোগী নারীর পরিবার ২৯ মে সাহাজুদ্দিন মিয়া, কাদের মিয়া, মজনু মিয়া ও হাবুন বেগমকে আসামি করে সিঙ্গাইর থানায় অ্যাসিড নিক্ষেপের মামলার করেন। মামলার পর পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে আদালতের পাঠালে তাঁরা জামিনে বের হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার থেকে আরও জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) আলী হায়দার ২০০৯ সালের ৩ জুলাই সাহাজুদ্দিন ও মজনুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাহাজুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজনুকে খালাস দেওয়া হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির