হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামী সাহাজুদ্দিন মিয়াকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামি সাহাজুদ্দিনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

সাহাজুদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মথুরনাথ সরকার। তিনি অ্যাসিড নিক্ষেপের মামলায় সন্তুষ্ট হয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘জরিমানার অর্থ ভুক্তভোগী ওই নারীকে দিতে বিচারক নির্দেশ দিয়েছেন।’

এদিকে আসামি পক্ষের আইনজীবী শ্রিপা রানী সরকার মামলায় অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

সাহাজুদ্দিনের বাড়ি সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায়।

এদিকে অ্যাসিড নিক্ষেপের ঘটনার পর সাহাজুদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী নারীর আইনজীবী।

এজাহার থেকে জানা গেছে, সাহাজুদ্দিনের তৎকালীন স্ত্রী (ভুক্তভোগী নারী) বিদেশে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি স্ত্রীকে বিদেশ যেতে দিতে রাজি ছিলেন না। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো। একপর্যায় ২০০৯ সালের ২৮ মে রাতে ক্ষিপ্ত হয়ে বাড়ির অদূরে ডেকে নিয়ে স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান সাহাজুদ্দিন। এরপর তাঁর স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন স্থানীয়রা। অ্যাসিড নিক্ষেপে তাঁর স্ত্রীর ডান চোখ নষ্ট এবং কান ও মুখের বিভিন্ন জায়গা ঝলসে যায়।

ওই ঘটনার পরদিন ভুক্তভোগী নারীর পরিবার ২৯ মে সাহাজুদ্দিন মিয়া, কাদের মিয়া, মজনু মিয়া ও হাবুন বেগমকে আসামি করে সিঙ্গাইর থানায় অ্যাসিড নিক্ষেপের মামলার করেন। মামলার পর পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে আদালতের পাঠালে তাঁরা জামিনে বের হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার থেকে আরও জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) আলী হায়দার ২০০৯ সালের ৩ জুলাই সাহাজুদ্দিন ও মজনুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাহাজুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজনুকে খালাস দেওয়া হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু