হোম > সারা দেশ > ঢাকা

জাল রসিদে হাসপাতালের টাকা আত্মসাৎ, কর্মচারী বরখাস্ত

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 

রাজধানীর উত্তরায় জাল রসিদ তৈরি করে 'উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের' টাকা আত্মসাতের অভিযোগে হুমায়ন কবীর নামের এক কর্মচারীকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই কর্মচারী হাসপাতালের জরুরি বিভাগের ক্যাশ কাউন্টারে কর্মরত ছিলেন। গত শনিবার (১৪ আগস্ট) তাঁকে বরখাস্ত করা হয়। 

প্রতিদিনের মতো গত শনিবার (১৪ আগস্ট) সকালে জরুরি বিভাগের ক্যাশ কাউন্টারে কর্মরত ছিলেন হুমায়ন। জরুরি বিভাগের এক রোগীর স্বজন ক্যাশ কাউন্টারে বিল জমা দেন। বিলটি দেখে হাসপাতালের জরুরি বিভাগের স্টাফ নার্স বাশার সন্দেহ করেন। পরে তিনি যাচাই করে বুঝতে পারেন বিলটি ভুয়া। 

জরুরি বিভাগের স্টাফ নার্স বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘রসিদটি দেখে আমার সন্দেহ হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তাঁরা বিষয়টি খোঁজখবর নেন। তখন জানা যায়, রোগীর স্বজনদের কাছ থেকে এক হাজার টাকা আদায় করে একটি ভুয়া ভাউচার দেওয়া হয়। কিন্তু হাসপাতালের হিসাবে জমা দেওয়া হয় একশ টাকা।' 

বাশার বলেন, হুমায়ন দীর্ঘদিন ধরেই এমন কিছু একটা করছেন বলে আমাদের অনেকেরই সন্দেহ ছিল। অবশেষে তাঁর জালিয়াতি ধরা পড়ে গেছে। 
 
জরুরি বিভাগের ক্যাশ কাউন্টারে গিয়ে দেখা যায়, হুমায়ন কবীরের স্থলাভিষিক্ত হয়েছেন মো. মিজানুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'ডিউটি করার কথা ছিল হুমায়ন কবীরের। কিন্তু তিনি না থাকায় তাঁর পরিবর্তে আমি কাজ করছি।' 

জাল রসিদের বিষয়ে জানতে চাইলে হুমায়ন কবীর আজকের পত্রিকাকে বলেন, 'এটি একটি ষড়যন্ত্র। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখবে।' 
 
অভিযোগ প্রসঙ্গে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর ডা. আসিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'হাসপাতালের একটি বিল এক হাজার টাকা হয়েছিল। কিন্তু হুমায়ন কবীর একশ টাকা হাসপাতালে জমা দিয়ে বাকি নয়শ টাকা নিজে রেখে দিয়েছিল। এতে সে হাসপাতালকে ঠকিয়েছে। এ কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে।' 

প্রফেসর ডা. আসিফুর রহমান আরও বলেন, এ বিষয়টি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সেই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে অতিসত্বর তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হবে।’   

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু