হোম > সারা দেশ > ঢাকা

ফিটনেসবিহীন গাড়ি থামাতে গ্যারেজে নজরদারি: ডিএমপি ট্রাফিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদে ঘরমুখী মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামতে দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে পুলিশ। এ লক্ষ্যে রাজধানীর যেসব গ্যারেজ ও ওয়ার্কশপে ফিটনেসবিহীন গাড়ি রংচং মেখে প্রস্তুত করা হয়, সেসব গ্যারেজ ও ওয়ার্কশপ নজরদারিতে রেখেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

পবিত্র ঈদুল ফিতর ২০২৪-এর ঈদযাত্রার প্রস্তুতি সম্পর্কে জানাতে বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ট্রাফিক বিভাগের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

মুনিবুর রহমান বলেন, শেষ মুহূর্তে শ্রমিকেরা যখন যাওয়া শুরু করেন, তখন চাপ সৃষ্টি হয়। তখন অযাচিতভাবে কিছু যানবাহন (ফিটনেসবিহীন) ঢোকার প্রয়াস চালায়। আমাদের নজরে যেগুলা আসে, আমরা পারতপক্ষে সেগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে কিন্তু আমরা বাসগুলো বের হতে দেই না। এ বিষয়ে আমাদের প্রতিটি ট্রাফিক ডিভিশন সচেষ্ট আছে। এ ছাড়া সম্ভাব্য যেসব গ্যারেজে রংচং ও মেরামতের কাজগুলো চলে, প্রস্তুতির কাজ চলে, সেসব গ্যারেজ সম্পর্কে আমরা সচেতন আছি এবং আমাদের ক্রাইম ডিভিশন নিয়ে কাজ করছি। এর মধ্যে কিছু কিছু জায়গায় আমরা কাজ করেছি। সামনেও সচেষ্ট থাকব। যেন ফিটনেসবিহীন গাড়িগুলো বের হতে না পারে। 

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ডিএমপির অভিযান চলমান আছে উল্লেখ করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, লক্কড়ঝক্কড় বাস মানেই যে ফিটনেসবিহীন, এটা কিন্তু বলা যাবে না। ট্রাফিক বিভাগ যখন কোনো অভিযান চালায়, তখন কিন্তু কাগজপত্রের ভিত্তিতে অভিযান চালায়। অনেক ভালো গাড়ির ফিটনেস না-ও থাকতে পারে, আবার অনেক গাড়ি দেখতে আপাতত খারাপ মনে হলেও ফিটনেস থাকতে পারে। ফিটনেসের কাগজপত্র যাচাই-বাছাই করেই কিন্তু ডিএমপি কাজ করে থাকে। 
 
ঈদে অন্তত এক থেকে সোয়া কোটি মানুষ ঢাকা ছাড়বে। বাসের ট্রিপগুলো ঠিক সময়ে দিতে পারলে শিডিউল বিপর্যয় এড়ানো যায়। সিডিউল বিপর্যয় হলেই রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। তখনই সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে মুনিবুর রহমান বলেন, টার্মিনালের ভেতর থেকে বাসে যাত্রী ওঠা-নামার কাজ করতে হবে। কোনো অবস্থাতেই টার্মিনাল থেকে বের হয়ে রাস্তায় বাসে যাত্রী ওঠানামার কাজ করা যাবে না। গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করবে না। বিশেষ করে ছাদে কোনো যাত্রী ঝুঁকি নিয়ে গমন করবেন না। দূরপাল্লার গণপরিবহনগুলো মহানগরীর মধ্যে যাত্রী ওঠানামার কাজ করবে না। এ ক্ষেত্রে গেটলক পদ্ধতি অবলম্বন করতে হবে। মোটরসাইকেলে যাঁরা দূরপাল্লার যাত্রী থাকবেন, তাঁদের অবশ্যই যাত্রাকালীন হেলমেট পরতে হবে। ঝুঁকি পরিহার করার জন্য মোটরসাইকেল যাত্রীদের অতিরিক্ত মালামাল বহন করা যাবে না। 

এ ছাড়া গ্যাসচালিত যানবাহনে গ্যাস সিলিন্ডারটি যেন মেয়াদোত্তীর্ণ বা ঝুঁকিপূর্ণ না থাকে, সে বিষয়ে যাত্রাপথের প্রাক্কালে নিশ্চিত করাসহ লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দরকেন্দ্রিক যাত্রীদের গমনাগমন সুষ্ঠু করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন