হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে কারখানার কর্মকর্তাদের জিম্মি করে ২০ লাখ টাকা ছিনতাই, নারী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কারখানার কর্মকর্তাদের জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাসের প্রায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মিতু আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মিতু আক্তারকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি মৌলভীবাজার সদরের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ জুন শ্রীপুর উপজেলার সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কয়েক যুবক র‍্যাব পরিচয়ে কারখানার তিন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাঁদের কাছ থেকে শ্রমিকদের বেতন-বোনাসের ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ মামলা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার সূত্র ধরে গত ১২ জুন অভিযান চালিয়ে ডাকাত দলের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে ডাকাত দলের নারী সদস্য মিতু আক্তারকে গ্রেপ্তার করা হয়। ডাকাত দলের মূল হোতার নির্দেশনায় মিতু বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে ঘোরাফেরা করতেন। এ সময় বড় অঙ্কের লেনদেন হলে বিষয়টি ডাকাত দলের সর্দারকে জানাতেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার নারী আসামিকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে