হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে কারখানার কর্মকর্তাদের জিম্মি করে ২০ লাখ টাকা ছিনতাই, নারী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কারখানার কর্মকর্তাদের জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাসের প্রায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মিতু আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মিতু আক্তারকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি মৌলভীবাজার সদরের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ জুন শ্রীপুর উপজেলার সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কয়েক যুবক র‍্যাব পরিচয়ে কারখানার তিন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাঁদের কাছ থেকে শ্রমিকদের বেতন-বোনাসের ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ মামলা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার সূত্র ধরে গত ১২ জুন অভিযান চালিয়ে ডাকাত দলের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে ডাকাত দলের নারী সদস্য মিতু আক্তারকে গ্রেপ্তার করা হয়। ডাকাত দলের মূল হোতার নির্দেশনায় মিতু বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে ঘোরাফেরা করতেন। এ সময় বড় অঙ্কের লেনদেন হলে বিষয়টি ডাকাত দলের সর্দারকে জানাতেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার নারী আসামিকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন