হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গরুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মো. কবির (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত কবির সোনারগাঁ উপজেলার মোগড়াপারা ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাঁর ভাই আবুল কালাম বলেন, ‘আমার ভাই কৃষিকাজ করত। গরুর খাবারের জন্য বাড়ির পাশেই ঘাস কাটার সময় ডান পায়ে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় সোনারগাঁ উপজেলা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’

স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘আমরা কবিরের আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি, বিকালে গরুর ঘাস কাটার সময় তাকে সাপে কামড় দিয়েছিল। পরে অচেতন অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় সোনারগাঁ উপজেলা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ