হোম > সারা দেশ > ঢাকা

রমজানে হাতে সময় নিয়ে বেরোতে এবং স্বল্প দূরত্বে হাঁটার পরামর্শ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজান উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। নগরবাসীদের হাতে সময় নিয়ে অফিসে যাওয়া-আসা করতে এবং স্বল্প দূরত্বের পথে হেঁটে গন্তব্যে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার ও আন্তজেলার কোনো বাস সড়কে দাঁড়িয়ে যাত্রী তুলতে পারবে না। এমনকি টার্মিনালের সামনের সড়কে দাঁড়াতে পারবে না। ঢাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণপরিবহনের শৃঙ্খলা মেনে চলতে হবে যেন কোনো অযাচিত যানজটের সৃষ্টি না হয়। দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না। আন্তজেলা বাসের যাত্রীদের বাসের অপেক্ষায় সড়কে না দাঁড়িয়ে টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে। দূরপাল্লার রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। এ বিষয়টি পরিবহনসংশ্লিষ্টদের কঠোরভাবে মেনে চলতে হবে। অপরিচিত কারও কাছ থেকে কিছু খাবেন না। যাত্রীদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখতে হবে।

কোনো যানবাহনেই ছাদের ওপর যাত্রী বহন করা যাবে না। যাত্রী তোলার ক্ষেত্রে অসম প্রতিযোগিতা করে সড়কের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সকালে অফিসগামীদের প্রত্যেককে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে হবে। ইফতারের আগে বাসার দিকে যাত্রা না করে সময় নিয়ে বের হতে হবে। এ ছাড়া স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে যানবাহন ব্যবহার না করে হেঁটে চলাচল করতে বলা হয়েছে। টার্মিনালভিত্তিক বাসের কাউন্টারে অবশ্যই ভাড়ার চার্ট ঝোলাতে হবে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা