হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও বাগিচা রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৬০। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই বৃদ্ধাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সোলাইমান বলেন, ওই বৃদ্ধা নারী একটি প্লাস্টিকের গামলা নিয়ে রেললাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধাকে দেখে মনে হয়েছে সে ভিক্ষাবৃত্তি করতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পথচারীরা জানিয়েছে খিলগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল ওই বৃদ্ধা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান