হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় ওয়াপদা রোডের বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর রামপুরা ওয়াপদা রোডের বাসা থেকে নিয়াজ মোর্শেদ নাদিম (২০) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী ছিলেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর বাসা থেকে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, ‘সকালে ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ওই শিক্ষার্থী ঘরে ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে ঝুলছিল। পরে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই শিক্ষার্থী কেন গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে পরিবার কিছুই বলতে পারে নাই। তবে সে সব সময় চুপচাপ থাকত। সবার সঙ্গে কথা কম বলত।’ 

নাদিমের মামা মো. সাইফুল ইসলাম বলেন, ‘নাদিম আফতাবনগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইষ্ট ওয়েস্টের শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। গতকাল রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল ১০টার দিকে নাদিমের মা নুরুন্নাহার নাজমা নাদিমকে ডাকতে যায়। অনেকক্ষণ দরজা ধাক্কালেও নাদিমের কোন সাড়াশব্দ পায়নি। দরজা ভেঙে দেখতে পায়, নাদিম ফ্যানের সঙ্গে নিজের পরনের লুঙ্গি দিয়ে ঝুলে আছে। পরে ৯৯৯–এর মাধ্যমে থানা–পুলিশকে জানানো হয়।’ 

সাইফুল ইসলাম আরও বলেন, ‘নাদিম পড়াশোনায় ভালো ছিল। কিন্তু একটু চাপা স্বভাবের ছিল। কথা কম বলত। কেন সে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই। তবে আমাদের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই নাদিমের মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ