হোম > সারা দেশ > ঢাকা

উড়োজাহাজের ভুয়া টিকিটে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসীদের ১৫ থেকে ২০ শতাংশ ছাড়ের প্রলোভন দেখিয়ে উড়োজাহাজের ভুয়া টিকিট বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত একটি প্রতারক চক্র। চক্রের হোতা লিটনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতারক চক্রের হোতা লিটন এবং তাঁর দুই সহযোগী মো. বেল্লাল হোসেন ও মো. রিয়াজ শেখ। গ্রেপ্তারদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি কম্পিউটার, চেক বইসহ ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।
 
পুলিশ বলছে, চক্রের হোতা লিটন ফেসবুকে সানফ্লাওয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামে একটি পেজ খুলে সাশ্রয়ী মূল্যে টিকিট বিক্রির নামে প্রতারণা করে আসছিলেন। 

ডিবির প্রধান বলেন, চতুর্থ শ্রেণি পাস সাবেক পোশাকশ্রমিক লিটন মিয়া ২০১২ সালে কুয়েতে চালক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক বছর পর দেশে ফিরে ভিসা প্রসেসিং সংক্রান্ত কাজ শুরু করেন। লিটন ফেসবুকে সানফ্লাওয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামে একটি পেজ খুলে ১৫% ডিসকাউন্টে টিকিট বিক্রির কথা বলে পোস্ট দিতেন। সেগুলো দেখে বিদেশে কর্মরত শ্রমজীবী লোকজন আকৃষ্ট হয়ে ফেসবুকে দেওয়া ফোন নম্বরে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন। তাঁদের মধ্য থেকে লিটন টার্গেট বাছাই করে ডিসকাউন্ট প্রাইজে টিকিট বিক্রির টোপ ফেলতেন। টিকিট ক্রেতাদের টাকা পাওয়ার পর ব্লক করে দিতেন। 

ঘটনার বিবরণে ডিবি জানায়, গত ২৫ ফেব্রুয়ারি কুয়েতপ্রবাসী মজনু মিয়া তাঁর স্বজন হুমায়ুন কবিরকে জানান তিনি মে মাসে বাংলাদেশে ছুটিতে আসবেন। কুয়েত থেকে বাংলাদেশে আসা-যাওয়ার টিকিটের মূল্য বেশি হওয়ায় বাংলাদেশ থেকে টিকিট কিনতে বলেন। বাংলাদেশে হুমায়ুন কবিরের কোনো পরিচিত ট্রাভেলস না থাকায় অনলাইনে সান ফ্লাওয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনালের খোঁজ পান। যেখানে ১৫% ডিসকাউন্টে (কুয়েত-ঢাকা-কুয়েত) টিকিট বিক্রি করা হচ্ছে। 

ফেসবুকে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে টিকিট দিতে পারবে বলে জানান। গত ২৬ ফেব্রুয়ারি হুয়ায়ুন কবির যাত্রাবাড়ী ধলপুর এলাকায় লিটন মিয়ার সঙ্গে দেখা করেন। দেখা করার পর নগদ পাঁচ হাজার টাকা ও পাসপোর্টের ফটোকপি দেন। বাকি ৪৭ হাজার টাকা লিটনের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে পরিশোধ করেন। টাকা পাওয়ার পর মজনু মিয়ার হোয়াটসঅ্যাপে আল জাজিরা বিমানের টিকিটের কপি পাঠায়। পরবর্তীকালে যাচাই করে দেখা যায় টিকিটটি জাল। এরপর লিটনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে লিটন হোয়াটসঅ্যাপে মজনু মিয়াকে ব্লক করে দেন।

পুলিশ বলছে, লিটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে তাঁর মাসিক আয় প্রায় তিন লাখ টাকা বলে স্বীকার করেছেন।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর