হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু ও বঙ্গবন্ধু মহাসড়কে যানজট

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর ওপর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ঢাকামুখী ও দক্ষিণাঞ্চলমুখী লেনে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

টানা তিন দিনের সরকারি ছুটির কারণে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণেও মহাসড়কে যানজটের অন্যতম কারণ। আজ শুক্রবার দুপুরের দিকে পদ্মা সেতুর ওপরে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে এখনো যানজট রয়েছে। 

এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে ৩৩ নম্বর পিয়ারের কাছে একটি মাইক্রোবাস বিকল হয়ে গেলে যান চলাচল বিঘ্নিত হয়। পরে সাড়ে ১১টার দিকে রেকার দিয়ে মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হয়। এতে সেতুতে যানবাহনের চাপ বেড়ে যায়। ঘণ্টাখানেক সেতুর ওপরে গাড়ির জট দেখা গেছে। 

সকাল থেকেই মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা দেয়। একসঙ্গে অনেক গাড়ির চাপের কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় গাড়ি ধীরগতিতে চলতে দেখা যায়।  

মুন্সিগঞ্জ ট্রাফিক পরিদর্শক (টিআই) বজলুল রহমান জানান, সকালে পদ্মা সেতুর ওপরে একটি মাইক্রোবাস সেতুর ৩৩ নম্বর পিয়ারের কাছে বিকল হয়। পরে সাড়ে ১১টার দিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। গাড়ি বিকল হওয়ায় সেতুতে যানবাহনে চাপ ছিল। পরে স্বাভাবিক হয়েছে। 

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, সকালে সেতুর মাঝখানে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে এই জটের সৃষ্টি হয়েছে। এখন গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে কিছুক্ষণ গাড়ির চাপ ছিল, এখন সেটি নেই। 

তিনি আরও জানান, এ কারণে টোল আদায় কিছুটা ধীরগতির ছিল। একদিকে গাড়ি বিকল, অন্যদিকে উন্নয়নকাজ চলছে, তাই কিছুটা সময় ধীরগতিতে টোল আদায় হয়েছে। 

মাওয়া ট্রাফিক পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ছয়টি বুথের মধ্যে দুটি বুথ উন্নয়ন কার্যক্রমের জন্য বন্ধ রাখায় টোল আদায়ে ধীরগতি ছিল। সে কারণেও মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলে।

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার