হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু ও বঙ্গবন্ধু মহাসড়কে যানজট

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর ওপর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ঢাকামুখী ও দক্ষিণাঞ্চলমুখী লেনে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

টানা তিন দিনের সরকারি ছুটির কারণে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণেও মহাসড়কে যানজটের অন্যতম কারণ। আজ শুক্রবার দুপুরের দিকে পদ্মা সেতুর ওপরে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে এখনো যানজট রয়েছে। 

এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে ৩৩ নম্বর পিয়ারের কাছে একটি মাইক্রোবাস বিকল হয়ে গেলে যান চলাচল বিঘ্নিত হয়। পরে সাড়ে ১১টার দিকে রেকার দিয়ে মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হয়। এতে সেতুতে যানবাহনের চাপ বেড়ে যায়। ঘণ্টাখানেক সেতুর ওপরে গাড়ির জট দেখা গেছে। 

সকাল থেকেই মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা দেয়। একসঙ্গে অনেক গাড়ির চাপের কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় গাড়ি ধীরগতিতে চলতে দেখা যায়।  

মুন্সিগঞ্জ ট্রাফিক পরিদর্শক (টিআই) বজলুল রহমান জানান, সকালে পদ্মা সেতুর ওপরে একটি মাইক্রোবাস সেতুর ৩৩ নম্বর পিয়ারের কাছে বিকল হয়। পরে সাড়ে ১১টার দিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। গাড়ি বিকল হওয়ায় সেতুতে যানবাহনে চাপ ছিল। পরে স্বাভাবিক হয়েছে। 

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, সকালে সেতুর মাঝখানে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে এই জটের সৃষ্টি হয়েছে। এখন গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে কিছুক্ষণ গাড়ির চাপ ছিল, এখন সেটি নেই। 

তিনি আরও জানান, এ কারণে টোল আদায় কিছুটা ধীরগতির ছিল। একদিকে গাড়ি বিকল, অন্যদিকে উন্নয়নকাজ চলছে, তাই কিছুটা সময় ধীরগতিতে টোল আদায় হয়েছে। 

মাওয়া ট্রাফিক পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ছয়টি বুথের মধ্যে দুটি বুথ উন্নয়ন কার্যক্রমের জন্য বন্ধ রাখায় টোল আদায়ে ধীরগতি ছিল। সে কারণেও মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব