হোম > সারা দেশ > ঢাকা

স্কুলের ভোট নিয়ে বিরোধ, মুন্সিগঞ্জে গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এস এম সুমন হালদার (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে। আজ রোববার উপজেলার পাঁচগাঁও বাজারে ওয়েদ আলী দেওয়ান উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সুমন হালদার উপজেলার পাঁচগাঁও গ্রামের পিয়ার হালদারের ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগেরও নির্বাহী কমিটির সদস্য। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ওয়েদ আলী দেওয়ান উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহণ চলছিল। ভোট নিয়ে নিহতের চাচাতো চাচা ও তাঁর ছেলে নুর আহম্মেদ ভোলা, সেকু নুর কাউসারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সুমনকে এলোপাতাড়ি বন্দুক দিয়ে গুলি করেন। এ সময় স্থানীয়রা সুমনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ লাশ থানায় নেওয়ার আড়াই ঘণ্টা পর নিহতের স্বজনেরা লাশ নড়াচড়া করছে–নিশ্বাস নিচ্ছে বললেন, আবার তাঁকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নুর মোহাম্মদ, তাঁর ছেলে সেকু নুর ও কাউসার নামে তিনজনকে আটক করেছে। 

তারা আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সবাই সাবেক ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মিলেনুর রহমান মিলনের অনুসারী। 

নিহত ইউপি চেয়ারম্যানের ভাই ইমন হালদার বলেন, ‘রোববার বেলা দেড়টায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের পর পরাজিত প্রার্থীর সমর্থক নূর মোহাম্মদ ভোলা হালদার ও নূর আহম্মেদ হালদার ইউপি চেয়ারম্যানের ওপর ক্ষিপ্ত হন। তখন নূর মোহাম্মদ ভোলা ইউপি চেয়ারম্যানকে দুটি গুলি করে। তারা সাবেক ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান হালদারের অনুসারী।’

স্কুলের প্রধান শিক্ষক রতন বিশ্বাস বলেন, ‘পাঁচগাঁও ওয়াহেদ আলী দেওয়ান উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে স্থানীয় সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান হালদার দুই ভোট পান এবং মনিরুজ্জামান দেওয়ান নয় ভোট পান। ফলাফল ঘোষণার পরই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।’

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন হালদারকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন