হোম > সারা দেশ > ঢাকা

বিকল ইঞ্জিন সারানোর পর লাইনচ্যুত

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী বলাকা নামের একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত আটটার দিকে শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ দিকে বন বিভাগের কার্যালয়-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে করে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রেনের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। 

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ঢাকাগামী বলাকা ট্রেন শ্রীপুর স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে রেলওয়ের নিজস্ব টেকনিশিয়ানরা ইঞ্জিন সারিয়ে পরীক্ষার জন্য সামনে গেলে, স্টেশনের দক্ষিণ পাশে গিয়ে লাইনচ্যুত হয়। 

বলাকা ট্রেনের যাত্রী, ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মো. বুলবুল ইসলাম বলেন, ‘গফরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলাম। এখন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় সড়কপথে যেতে হবে। এতে স্ত্রী-সন্তান নিয়ে খুবই কষ্টে ঢাকায় ফিরতে হবে।’ 

রাকিবুল হাসান নামের ওপর এক যাত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন না উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত এখানেই সময় কাটাতে হবে। কখন যে ইঞ্জিন উদ্ধার হবে এ বিষয়ে রেলস্টেশনের দায়িত্বরতরা বলতে পারছেন না। 

শ্রীপুর রেলওয়ে সহকারী স্টেশনমাস্টার শামিমা জাহান আজকের পত্রিকাকে বলেন, রেলস্টেশনে প্রবেশের একটু দক্ষিণ পাশে ঢাকাগামী বলাকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আপাতত ঢাকা ময়মনসিংহ রেল সড়কে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ময়মনসিংহগামী যমুনা, ঢাকাগামী মহুয়া ও ব্রহ্মপুত্র নামের তিনটি ট্রেন দুপাশে আটকে রয়েছে।

শামিমা জাহান আরও বলেন, উদ্ধারকারী ইঞ্জিনকে খবর দেওয়া হয়েছে। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিন উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট